Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি টিকটক করে দেশের বিরুদ্ধে কিছু করিনি: সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০১:১৩ AM আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ০১:১৩ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি সাব্বির রহমান। তবে জায়গা পাওয়া না পাওয়ার চেয়ে তাকে নিয়ে সমালোচনা চলছে অন্য কারণে। সম্প্রতি টিকটকে বেশ সরব এই ডানহাতি ব্যাটার। মাঠে খারাপ পারফরম্যান্স চলতে থাকলেও তার এই টিকটক-প্রীতি ভালোভাবে নেননি সমর্থকরা। অনেকে সমালোচনা করছেন, কেউ কেউ আবার ট্রলও করছেন। কিন্তু সাব্বির রহমান নিজে দাবি করলেন, টিকটক করে অন্যায় কিছু করেননি তিনি।  

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন সাব্বির। সেখানেই তিনি এমন দাবি করেন। সেই সঙ্গে তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ও সংবাদমাধ্যমে যে ধরনের সমালোচনা চলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে তাকে নিয়ে একটি নিউজের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন সাব্বির।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাক পান সাব্বির রহমান। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচগুলোতে ভালো করতে না পারায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। তবে আছেন রিজার্ভ হিসেবে। কিন্তু তার টিকটক-প্রীতি বাকি সবকিছুকে ছাপিয়ে গেছে।  

আজ লাইভে এসে সাব্বির বলেন, 'বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে ট্রল এবং নিউজ হচ্ছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চিন্তা করার আসলে কিছুই নাই। দিনশেষে আমি একজন পেশাদার খেলোয়াড়। আমার ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আমি টিকটক করেছি মজা করার জন্য। আমি টিকটক করে অন্যায় কিছু করিনি। দেশের বিরুদ্ধে কিছু তো করিনি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা এটা এমনভাবে তুলে ধরেছেন, যেন আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমারও পরিবার আছে। তারা অনেক সময় বুঝতে পারে না নিউজটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ দিকে যাচ্ছে। '

'আমি মনে করি, সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে যেভাবে নিউজ করেছেন তা গ্রহণযোগ্য না। কারণ এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা আমি শুধু মজার জন্য করেছি। একটু রিফ্রেশমেন্টের জন্য। এটা নিয়ে যেভাবে তুলে ধরা হয়েছে, আমি লজ্জিত হয়েছি। আমার মতে, দেশও লজ্জায় পড়ে যাচ্ছে। আমার পরিবার এসব নিউজে কষ্ট পায়। আমি দেশের জন্য খেলছি। আমার একটা সম্মান তো আছে। কেউ এটা নিয়ে নেগেটিভ নিউজ করলে মানসম্মান হানি হতে পারে। সাংবাদিকদের বলবো, এসব নিউজ নিয়ে বিরত থাকুন। '

'দেশে অনেক নিউজ আছে, যা কাজে লাগবে। দেশের উন্নতির জন্য। আমি যে বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, আমার কোনো আক্ষেপ নাই। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছি। এজন্য কিন্তু আমাকে এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ভালো না করলে তো সুযোগ পেতাম না। আমার পেশাদার জীবন নিয়ে কথা বলেন। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলবেন না। আমার ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার কারণে আমি অবশ্যই ব্যবস্থা নেবো। '

Bootstrap Image Preview