Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১২:৩৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:৩৬ PM

bdmorning Image Preview
ছবিটি প্রতীকী


ময়মনসিংহ বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এ সময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ ৪ জন মারা যান।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview