Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তর দারুণ চোখ ধাঁধানো ক্যাচ তাসকিনের প্রথম শিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০১:১৫ PM
আপডেট: ০৩ মার্চ ২০২৩, ০১:১৫ PM

bdmorning Image Preview
ছবিটি প্রতীকী


সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শুরুতে দেখেশুনে ব্যাটিং করলেও তাসকিনের করা দ্বিতীয় ওভারে ক্যাচআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিল সল্ট। স্লিপে দারুণ এক ক্যাচ ধরেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৭.১ ওভারে এক উইকেটে ২৫ রান।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টস জেতেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তবে এবার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। শুরুতেই সাকিব ও তাইজুল জুটি দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। তবে তা ভালোভাবেই সামলে নিচ্ছিল ইংলিশ দুই ওপেনার সল্ট ও রয়। কিন্তু তাসকিনকে আক্রমণে আনামাত্রই বিপদে পড়ে ইংল্যান্ড। তাসকিনের প্রথম ওভারটা পার করে দিলেও তার দ্বিতীয় ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। 

দারুণ এক ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ। প্রথম ওয়ানডে হেরে এমনিতেই তিন-ম্যাচ সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের।

Bootstrap Image Preview