Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে শুরু হচ্ছে 'অঙ্গশ্রী'র নারী উদ্যোক্তাদের মেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:৩৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


রমাজান উপলক্ষে নারী উদ্যোক্তা সংগঠন 'অঙ্গশ্রী'র আয়োজনে রাজধানীর হোটেল লেকশোর গুলশানে Pre Ramadan Style Souk শীর্ষক একটি মেলার আয়োজন করা হচ্ছে।
 
আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি, ২ দিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত। এবারের মেলায় উদ্যোক্তাদের ৫০টি স্টল রয়েছে। এসব স্টলগুলোতে দেশি বিদেশি পোশাক, বাহারি শাড়ি, জুয়েলারি, হোমমেড আচার, হারবাল পণ্য, ডেনিম আইটেম, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকসহ আরো বিভিন্ন পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে।

এ ছাড়া মেলায় আসা ক্রেতাদের আনন্দের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী  আঁখি আলমগীর, মডেল এবং ইনফ্লুয়েন্সার রথি আহমেদ, মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হকসহ অনলাইনের সুপরিচিত সেলিব্রেটিরাও। মেলাটির পৃষ্ঠপোষকতা করছে এবি ব্যাংক লিমিটেড।

মেলার আয়োজক আলিয়াহ ফেরদৌসী বলেন, ‘আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়েই অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই রমজানের আগেই ঈদের কোনাকাটা সেরে ফেলেন অনেকে। বিষয়টি বিবেচনায় রেখে ক্রেতাদের সুবিধায় দুই দিনব্যাপী এই মেলা'র আয়োজন করা হয়েছে।

 

Bootstrap Image Preview