Bootstrap Image Preview
ঢাকা, ১৮ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৫ | ৬ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৪ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৪ PM

bdmorning Image Preview


চলমান বিশ্বকাপ ক্রিকেটের আগামীকালের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। ওদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পরের দুই ম্যাচের বড় হারে দিশেহারা বাংলাদেশ। জিততে হলে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের।

ভারত ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের সমর্থন জোগাচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি। তিনি বলেছেন, আগামীকাল ১৯ অক্টোবর বাংলাদেশ ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।

গত ১৫ অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়। কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহার শিনওয়ারি। তাইতো সেদিন তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।'

এর পরদিন গত ১৬ অক্টোবরের আরেক টুইটে সেহারকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে। বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী সেহার লিখেছেন, 'বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।'

সেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক 'সইর সওয়া সইর'-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান এই অভিনেত্রী।

Bootstrap Image Preview