Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই বিশ্বকাপ নয়, পাপনের লক্ষ্য ২০২৪ বিশ্বকাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০ PM আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০ PM

bdmorning Image Preview


এশিয়া কাপে সুপার ফোরেও যেতে পারেনি বাংলাদেশ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাদের লক্ষ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প। মঙ্গলবার বৃষ্টির বাধায় হতে পারেনি ম্যাচ পরিস্থিতির অনুশীলন। এদিন মাঠে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে বের হওয়ার সময় সাংবাদিকদের নিজেদের লক্ষ্য জানান তারা।

ভয়ডরহীন ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা আছে কি না এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। আমরা যে জিনিসটা চাচ্ছি, সেটা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট পুরোপুরি আলাদা। আমরা আসলে টি-টোয়েন্টিটা অন্যান্য দেশের মতো এত এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না এটা আমাদের ধারণা। ’

‘নয়তো আমাদের দল যদি ওয়ানডে ভালো খেলে, তাহলে কেন টি-টোয়েন্টি পারবে না একেবারেই। প্লেয়ার তো একই। মাইন্ডসেটের ব্যাপার আছে। একই ধরনের প্লেয়ার, একই কোচিং স্টাফ; তাহলে হচ্ছে না কেন। আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দেই, আমরা এখন যা করছি সেটা এই বিশ্বকাপের জন্য না। এই বিশ্বকাপ দেখে চিন্তা করলে হবে না। আপনাকে পরের বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। ’

রাতারাতি বদলানো সম্ভব না জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এমন কোনো কোচ নাই, বোর্ড নাই যারা একমাসের মধ্যে, রাতারাতি সব পরিবর্তন করে দিবে। এতদিন যা হয়েছে, হয়েছে-আমরা এখন লং টার্ম চিন্তা করছি। টার্গেট করেছি পরবর্তী বিশ্বকাপ। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা দল প্রস্তুত করছি। ’

‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস এন্ড ডাউন হবে। আমরা ওইটা এবজর্ভ করতে তৈরি। ওটা খারাপ হলেও আমরা হতাশ হবো না। কিন্তু আমরা চাই ভালো করুক। যেন ছয়-সাত মাস বা সর্বোচ্চ এক বছরের মধ্যে যেন দল দাঁড়িয়ে যায়। ’

Bootstrap Image Preview