Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ PM আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। এশিয়া কাপের ব্যর্থতার পর রোববার সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে অবসরের ঘোষণা দেন এ অভিজ্ঞ ক্রিকেটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক খেলা যাবেন বাকি দুই ফরম্যাটে। খেলবেন বিভিন্ন ফ্র‍্যাঞ্জাইজি লিগও। 

নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে মুশফিক দেন অবসরের ঘোষণা,

‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র‍্যাঞ্জাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

৩৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মুশফিক ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন। যেখানে রান সংগ্রহ করেছেন বরাবর পনেরশো। স্ট্রাইক রেট ১১৫.০৩, আর ফিফটি রানের ইনিংস খেলেন ৬টি।

Bootstrap Image Preview