Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত ম্যাচের মুখোমুখি হওয়ার আগে হোঁচট খেল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ PM আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফের আসছে হাই-ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপে। আগামীকাল রবিবার ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে লড়াইয়ে। তবে তার আগেই হোঁচট খেল পাকিস্তান। চোটের কারণে এবার এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলা নিয়ে শঙ্কা জেগেছে দলটির পেসার শাহনেওয়াজ দাহানী।  দাহানির চোটের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না শাহনেওয়াজ দাহানি। তাকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।

পাকিস্তান এশিয়া কাপ মিশন শুরু করেছিল ভারতের বিপক্ষে হেরে। আর তাই বড় দ্বৈরথে বাবর আজমদের প্রত্যাশা থাকবে প্রতিশোধের। তবে দাহানীর চোটে শঙ্কাই জাগতেই পারে তাদের মনে। এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান পাকিস্তানের বোলিংয়ের মেরুদণ্ড শাহিন শাহ আফ্রিদি।

এদিকে পাকিস্তানের মতো দুঃসংবাদ রয়েছে ভারতীয় দলেও। ডান হাঁটুতে চোট রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে এশিয়া কাপের দলে অক্ষর প্যাটেলকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাট কিংবা বল হাতে রবীন্দ্র জাদেজার মুন্সিয়ানা অনেকবারই দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেও রোহিতের ‘বাজির ঘোড়া’ হতে পারতেন জাদেজা। তবে চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন জাদেজা।

Bootstrap Image Preview