Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ PM আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আফগানিস্তান আর শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ দল। দলের মধ্যে সবার আগেই ব্যাগ গুছিয়ে আজ দেশে ফিরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব আল হাসানরা। গণমাধ্যমকে এড়িয়েই ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা সবাই।

দলের সঙ্গে আজ সব খেলোয়াড় ফিরলেও ফেরেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমিরাতেই রয়ে গেছেন। জানা গেছে, শরীর ও মন ভালো নেই সুজনের। এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় মন-মেজাজ ভালো নেই তার।  সুজন নিজেই সে কথা জানান। শুক্রবার দুবাইতে পরিবার নিয়ে টিম হোটেল থেকে বেরোনোর সময় বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। 

তখনই তিনি বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে গত কয়টা দিন। এখনই দেশে চলে যেতে পারলে ভালো হতো। পরিবার নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল (রোববার) যাব।এদিকে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ নিজ দেশে। টাইগারদের ফেরার বিষয়ে জানা গেছে, আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে কয়েক দিনের ক্যাম্প করবেন ক্রিকেটাররা।

উল্লেখ্য, আশার বাণী না শুনিয়েই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ।  অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, শিরোপা জয় বা ফাইনালে ওঠা এবারের লক্ষ্য নয়; কারণ সুপার ফোরে ওঠাই অনেক বড় একটি পাওয়া হবে টাইগারদের। কারণ টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটের।তবে অনন্ত একটি জয় আশা করেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।  সেটিও পূরণ করতে পারেনি সাকিব বাহিনী।

Bootstrap Image Preview