Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই দেশে ফেরার বিমান ধরবে  বাংলাদেশ! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ PM আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচে যেই দল জিতবে তারা তৃতীয় দল হিসেবে সুপার ফোরে প্রবেশ করবে। আর পরাজিত দলকে দেশে ফেরার বিমানে উঠতে হবে।

এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে কথার লড়াই শুরু হয়ে গেছে। যাতে জড়িয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে কোচ, এমনকি বোর্ড কর্মকর্তারাও।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দুই দলকেই ভাবাচ্ছে তাদের ফর্ম। কারণ আফগানিস্তানের বিপক্ষে কোনো দলই তাদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে নাকানিচুবানি খেতে হয়েছে উভয় দলকেই। এশিয়া কাপের আগে সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ। এখনো পর্যন্ত আন্তর্জাতিক টুর্নামেন্টে ছাপ ফেলতে পারেনি টাইগাররা। যদিও প্রতিবার তারা সাড়া জাগিয়ে শুরু করে। তারপর মুখ থুবড়ে পড়তে হয়। এবারও তা-ই হয়েছে।

তৃতীয় দফায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর সাকিব বলেছিলেন, তিনি এত দ্রুত দলে কোনো পরিবর্তন আনতে পারবেন না। হয়েছেও তাই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৭ উইকেটে পরাস্ত হয় বাংলাদেশ। রশিদ খানরা রীতিমতো ছেলেখেলা করেন বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে। তবে আফগানিস্তানের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মত বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। তিনি শ্রীলঙ্কায় কোনো বোলার নেই বলে পাল্টা খোঁচাও দিয়েছেন।

এশিয়া কাপে শ্রীলঙ্কাও তাদের প্রথম ম্যাচ হেরেছিল আফগানিস্তানের কাছে। শ্রীলঙ্কার হয়ে রান পেয়েছেন ভানুকা রাজাপক্ষে ও দুষ্মন্ত চামিরা। এ ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা একটি উইকেট পান। তবে দুর্বল হলেও শ্রীলঙ্কা এশিয়া কাপের আগে দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ফলে সেই কনফিডেন্সটা তাদের কাজে লাগতে পারে এই ম্যাচে। অন্যদিকে বাংলাদেশ দলে হার্ডহিটারের সেই পুরনো সংকট। বদল আসতে পারে ওপেনিং জুটিতে। এসবে কি বদলাবে বাংলাদেশের ভাগ্য?

Bootstrap Image Preview