Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচে ফিরলো কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


কুমিল্লা ওয়ারির্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি। তাদের ব্যাটে এরই মধ্যে বিনা উইকেটে পঞ্চাশের কোটা পার করে চট্টগ্রাম।

বঙ্গবন্ধু বিপিএলে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স ৭ ম্যাচে ২ জয়ে টেবিলের পাঁচে রয়েছে। প্লে অফের স্বপ্ন উজ্জ্বল করতে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য।  

এদিকে চট্টগ্রাম পর্ব শেষে দাশুন শানাকা শ্রীলঙ্কা ফিরে যাওয়ায় কুমিল্লার অধিনায়কত্ব করছেন ইংল্যান্ডের ডেভিড মালান। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে শানাকা ছাড়াও চলে গেছেন ভানুকা রাজাপাকসে। নতুন বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে এসেছেন ডেভিড উইসে, উপুল থারাঙ্গা এবং ভ্যান জিল। 

অপরদিকে আগের কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে আজ বিশ্রাম দেয়ায় চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 

দলীয় ১০৭ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ফেলার পর চট্টগ্রাম শিবিরে আঘাত হানেন কুমিল্লার স্পিনার সানজামুল ইসলাম। ক্যারিবিয়ান ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনকে (৯) রবিউল ইসলাম রবির হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ফলে ১১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে চট্টগ্রাম। 

১৪তম ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সৌম্য সরকার। চট্টগ্রামের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রায়ান বার্লকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ৭ বলে ২ রান করে আউট হন তিনি। 

ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হওয়ায় হাফ সেঞ্চুরির দেখা পাননি জুনায়েদ সিদ্দিকি। মুজিব উর রহমানের দারুণ একটি থ্রোতে ৩৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তাঁর ব্যাট থেকে আসে ৬টি চার। 

জুনায়েদ এবং সিমন্সের ১০৩ রানের জুটিটি ভাঙেন সৌম্য সরকার। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে সিমন্সকে সানজামুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ফেরার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সিমন্স। ২ ছক্কা এবং ৫ চারের সাহায্যে মাত্র ৩৪ বলে ৫৪ রান করেন তিনি।  

সংক্ষিপ্ত স্কোরঃ 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১১৮/৪ (১৬ ওভার) (জিয়াউর ১*, সোহান ২*; সৌম্য ২/২০, সানজামুল ১/৩৩) 

Bootstrap Image Preview