Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াহাব রিয়াজের প্রশংসা পেলেন হাসান মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজের প্রশংসা পাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের এই ডানহাতি পেসার রাজশাহী রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে ৪ ওভারে ২৪ রান খরচায় এক উইকেট শিকার করেন। ২০ বছর বয়সী হাসান এরই মধ্যে নিখুঁত লাইন এবং লেন্থের পাশাপাশি গতি দিয়ে মন জয় করে নিয়েছেন ওয়াহাবের।

 হাসানকে বাংলাদেশের একজন সম্ভাবনাময়ী ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন ওয়াহাব। বল হাতে ৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে রাজশাহীকে উড়িয়ে দেয়ার পর সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের তরুণ ক্রিকেটারদের নিয়ে কথা বলেন ঢাকার পাকিস্তানি রিক্রুট ওয়াহাব। 

হাসান মাহমুদ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি এখানে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। টুর্নামেন্টের সবগুলো দলেই আমি দেখেছি  এমনটা। আমি মনে করি হাসানের অনেক সম্ভাবনা রয়েছে। তাদের (বাংলাদেশ) উচিত হাসানকে আত্মবিশ্বাস দেয়া এবং তাকে নিয়ে কাজ করা। বাংলাদেশের জন্য সে অনেক সম্ভাবনাময়ী একজন ক্রিকেটার।' 

ঢাকা প্লাটুনের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। যেখানে তাঁর বোলিং ইকোনমি রেট ৬.৯১ এবং গড় ২৭.৬৬। বল হাতে গতির ঝড় তুলতে পারদর্শী এই তরুণকে নিয়ে আশাবাদী ঢাকার অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

কয়েকদিন আগে হাসানকে নিয়ে তিনি বলেন,  ‘দুই বছর আগে বয়সভিত্তিক ক্রিকেটে একটা ম্যাচে স্লগ ওভারে হাসানকে দেখলাম তিনটি বল টানা খুব সুন্দর ইয়র্কার দেয়। তখন আমার মনে হয়েছে যে ছেলেটার মধ্যে হয়তো কিছু আছে। এবার শুনেছি যে এইচপিতে ভালো করেছে। তাই ওকে আমরা তাড়াতাড়ি দলে নিয়ে নিয়েছি। এখনও যখন-তখন ইয়র্কার মেরে দিতে পারে।'

Bootstrap Image Preview