Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে পাকিস্তানে যেতে অনুরোধ আবিদ আলীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


পাকিস্তান সফরের আগে নিরাপত্তা নিয়ে বারবার চিন্তা করতে হয় ক্রিকেট খেলুড়ে দলগুলোকে। বর্তমানে দেশটিতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আবিদ আলী। বাংলাদেশ সহ বিশ্বের বাকি দলগুলোকে পাকিস্তান সফরের জন্য অনুরোধ করেছেন দলটির তরুণ এই ওপেনার।

দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট আয়োজিত হয়েছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়ায় ১১ ডিসেম্বর থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টি বাধায় ড্র হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর করাচিতে শুরু হবে সিরিজে দ্বিতীয় ম্যাচ।

শ্রীলঙ্কার পর ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দলটির। তবে এখনও সিরিজটি পাকিস্তানে আয়োজন নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজের দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আবিদ বলেন, '১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরিয়ে এনেছে পিসিবি, তাদের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ আমি।'

'পাকিস্তানের দর্শকদের আনন্দ দেয়ার জন্য শ্রীলঙ্কা দলকেও ধন্যবাদ। পিসিবি কঠোর পরিশ্রম করছে এবং আমাদের দেশে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমি অন্যান্য দেশকেও পাকিস্তানে সফর করার জন্য অনুরোধ করছি এবং এখানে আরও টেস্ট এবং ওয়ানডে ম্যাচ আয়োজন করা উচিত।' যোগ করেন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের এই ওপেনার।

চলতি বছর পাকিস্তানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও খেলেছে শ্রীলঙ্কা। ঝামেলাবিহীন সিরিজ পার করায় আবারো পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পাকিস্তান সফর নিশ্চিত হলে সেখানে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

Bootstrap Image Preview