Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ভারত সিরিজে সন্ত্রাসী হামলার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ১১:০৯ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ১১:০৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ দল এই প্রথমবার তিন টি-২০ এবং দুই টেস্টের পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করছে।কিন্তু এ সিরিজের আগে শংকার খবর জারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস পত্রিকা। 

নয়া দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) দিল্লি পুলিশকে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা বাড়াতে বলেছে।

ভারতীয় দল বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি হামলা হতে পারে বলে একটি চিঠি পেয়েছে এনআইএ। চিঠিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়ে দিয়েছে এনআইএ।
দল্লি পুলিশ উদ্ধৃতি দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিরাট কোহলির উপড় হামলার হুমকি দেয়া হয়েছে। 

কেরালা ভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ নামের একটি সংগঠন কোহলি ও মাঠে উপস্থিত রাজনীতিবিদদের লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, চিঠিটি ভুয়াও হতে পারে। তবে তারা কোন প্রকার ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু ও খেলোয়াড়দের নিরাপত্তা জোড়দার করবে। যদিও বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে নেই কোহলি। তার পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

Bootstrap Image Preview