Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশ ছাড়ছেন সাকিব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৮:১৩ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview


ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় আইসিসি কর্তৃক দুই বছরের শাস্তি পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আইসিসি। এতে বলা হয়েছে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলেও সাকিব নিজের দোষ স্বীকার করায় তার শাস্তির মেয়াদ হবে এক বছর। তবে এখন গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাবেন সাকিব।

আজ সকাল থেকেই রাজধানীর বনানীতে সাকিবের বাসার সামনে জরো হয়ে ছিলেন গণমাধ্যম কর্মীরা। কিন্তু সাকিবের দেখা পাননি তারা। সন্ধ্যায় আইসিসি যখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানায়, তার দুই-তিন মিনিট পর সাকিব গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এ সময় গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারেনি।

জানা যায়, সাকিব গাড়ি নিয়ে বিসিবিতে গেছেন। তবে বুধ কিংবা বৃহস্পতিবারের মধ্যে তিনি দেশ ছেড়ে আমেরিকায় চলে যাবেন বলে গুঞ্জন উঠেছে।

Bootstrap Image Preview