Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাকে বাদ দিয়ে একাদশে ঢুকছে রুবেল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০১:০৬ PM আপডেট: ১০ জুন ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বকাপে জয় দিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিতে যায় টিম বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন টাইগাররা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারেন মাশরাফিরা।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে বেশ ছন্নছাড়া মনে হয়েছে। ব্যাটিংয়ে মোটামুটি সফলতা এলেও বোলিং ও ফিল্ডিং দুই বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দেন টাইগাররা।

এর পরই টিম নিয়ে ভাবতে শুরু করেন নির্বাচকরা। শ্রীলংকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বোলিং বিভাগে একটি পরিবর্তনের কথা জোরালো বিবেচনায় নিয়েছেন নির্বাচকরা।একাদশে অভিজ্ঞ বোলার রুবেল হোসেনের অন্তর্ভূক্তির কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে চার সিমারকে মাঠে দেখা যাবে।

ব্রিস্টলে কয়েক দিন ধরেই বৃষ্টি। বৃষ্টি হয়েছে রবিবারও। এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে আজও। মঙ্গলবার ম্যাচের দিনও বৃষ্টির আশংকা রয়েছে। সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে চতুর্থ পেসার হিসেবে তাই রুবেল হোসেনকে খেলানোর চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের।কারণ বোলিং উইকেটে রুবেলের পেস বেশ কার্যকর।

রুবেল দলে ঢুকলে বাদ পড়বেন কে? সাইফউদ্দিন, মোস্তাফিজ? না, তাদের কাউকে বাদ দেয়ার পক্ষে নন টাইগার অধিনায়ক।যদিও দুজনই গত ম্যাচে বেশ খরুচে বল করেছেন।শুধু তারা নন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রায় সব বোলারই গড়ে ৭ এর বেশি রান দিয়েছেন।

সেক্ষেত্রে রুবেলকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যেতে হতে পারে অফ স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেনকে। তবে মোসাদ্দেকে টেল এন্ডে ভালো ব্যাট করছেন। এজন্য তাকে দলে রেখে আগামী ম্যাচে মিরাজকে বাদ দেয়া হতে পারে। তবে বোলিংয়ে পরিবর্তন আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের সভায়।আজ সকালে এ সভা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবারের ম্যাচটি সামনে রেখে রোববার দুপুর ১২টায় কার্ডিফ থেকে রওনা দিয়ে দেড়টায় ব্রিস্টলে পৌঁছেছে টিম টাইগার্স। তখন ঝুম বৃষ্টি। সেটি উপেক্ষা করেই টিম হোটেল থেকে বেরিয়ে দলের সদস্যরা ফিটনেস নিয়ে কাজ করেন। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন তামিম ইকবাল।

Bootstrap Image Preview