Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানের পাহাড় গড়ে থামলো ইংল্যান্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ০৭:২১ PM আপডেট: ০৮ জুন ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করেছে। জয়ের জন্য টাইগারদের ৩৮৭ রান প্রয়োজন। 

স্বাগতিকদের বিপক্ষে এই দিন বোলিংয়ের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ইনিংলিশ ব্যাটসম্যানদের সামনে  মাশরাফি, মোস্তাফিজ  ও সাইফউদ্দিনেরা যেন অসহায় হয়ে পড়েন। 

এই দিন ব্যাটিংয়ের নিজের সব টুকু যেন উজার করে দিলেন রয়। ১২১ বল খেলে করলেন ১৫৩ রানের বিরাট এক ইনিংস। এছাড়াও দলের হয়ে অর্ধশত রান করেছেন বেয়ারস্টো ও বাটলার। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ:ওয়েন মর্গ্যান, লিয়াম প্লানকেট, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড।

Bootstrap Image Preview