Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় সাকিব আল হাসান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০১৯, ১১:১১ AM আপডেট: ০৫ জুন ২০১৯, ১১:১১ AM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার নিউজিল্যান্ডের  বিপক্ষে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। 

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন তারকা এই অলরাউন্ডার। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন তিনি। 

এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

Bootstrap Image Preview