Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৯ ঘন্টা রোজা রেখে খেলেছেন মুশফিক-মাহমুদুল্লাহ-মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ০৩:৪০ AM আপডেট: ০৪ জুন ২০১৯, ০৩:৪০ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। ২১ রানে প্রোটিয়াদের হারানো ম্যাচের দিন রোজা রেখে খেলেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম-ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। 

ম্যাচ শেষে মিক্সড জোনে এসে এমন তথ্য দিয়ে গেছেন মিরাজ।তিনি বলেন, ‘বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকে। আল্লাহর অশেষ রহমত, রোজার দিনে এমন ম্যাচ খেলা ভাগ্যের ব্যাপার। এটা অনেক বড় অভিজ্ঞতা। ভালো লেগেছে, এমন দিনে জিততে পেরেছি। যখন নিয়ত করেছি রোজা থাকব, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। মাশরাফি ভাই বলছিলেন, আল্লাহর বরকত আছে আমাদের উপর।’

১৯ ঘন্টা রোজা রেখে পুরো ম্যাচ খেলেছেন মুশফিক-মাহমুদুল্লাহ-মিরাজ। ২২ গজে পারফরমেন্সও করেছেন তারা। তবে ম্যাচ চলাকালীন খারাপ লাগেনি তাদের। ম্যাচ শেষ হবার পরই কিছুটা খারাপ অনুভব করেন মিরাজ। তিনি বলেন, ‘খেলার সময় রোজা মাথায় ছিল না। বোলিং-ব্যাটিং নিয়েই বেশি ভেবেছি। যখন খেলা শেষ হয়েছে, তখন একটু খারাপ অনুভব হয়েছে। মনে পড়েছে, আমি তো রোজা আছি।’
কথা বলতে বলতে-বলতে এক সময় হঠাৎ চুপ মেরে যান মিরাজ। চোখ-মুখ শুকিয়ে যাচ্ছিলো তার। কষ্টে মোড়ানো কণ্ঠে তিনি বলেন, ‘কথা শুকিয়ে যাচ্ছে। পানি নেই তো শরীরে।’

খারাপ লাগলেও মিক্সড জোনে বাংলাদেশের সাংবাদিকদের সাথে কথা শেষ করে আইসিসি আর বিদেশী সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মিরাজ।

Bootstrap Image Preview