Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লড়াই করে ভারতের কাছে  হারলো বাংলাদেশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০১:০৪ AM আপডেট: ২৯ মে ২০১৯, ০১:০৪ AM

bdmorning Image Preview


বিশ্বকাপের মূলপর্বের লড়াইয়ের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ।

প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগাররা। টসে হেরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিরাটরা। কিন্তু সেই বিপর্যয় থেকে টেনে তোলেন ধোনি ও রাহুল। এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৯ রান করে ভারত।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রুবেল আর সাকিব। একটি করে উইকেট মোস্তাফিজ, সাইফউদ্দিন আর সাব্বির রহমানের।

পাহাড় সমান এই রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন সৌম্য ও লিটন। ১০ ওভারের মাথায় সোম্য ২৫ রান করে ফিরে গেলে লিটন যেন জ্বলে উঠেন দারুণ ছন্দে ব্যাটিং করতে থাকেন এই ডান হাতি ব্যাটসম্যান তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান। তবে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম । 

উইকেটরক্ষক ও ডান হাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৯০ রানের বিরাট এক ইনিংস। এরপর ভারতীয় বোলারদের সামনে আর কেউই দাঁড়াতে পারেননি । ৪৯ ওভার ৩ বলে ২৬৪ রানে গুটিয়ে যায় টাঈগারদের ইনিংস।

Bootstrap Image Preview