Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেট বিশ্বকাপে ঘটে যাওয়া যত ‘অভদ্রতা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৮:৪৯ PM আপডেট: ২৪ মে ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


ক্রিকেটকে মূলত বলা হয় 'ভদ্রলোকের খেলা'। এখানে অভদ্রসুলভ আচরণ ও কেলেঙ্কারির ঘটনা খুব কমই ঘটে থাকে। ক্রিকেটের নিয়ম-কানুন খুব ভালোভাবে মেনেই মাঠে খেলতে নামেন খেলোয়াড়রা। তবুও মাঝে মাঝে অনাকাঙ্খিত অনেক ধরণের ঘটনা ঘটে যায়। তেমনি বিশ্বকাপের ইতিহাসে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরা হলো:

১। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম আলোচিত বিষয় হয়ে আছে ২০০৩ বিশ্বকাপ শুরুর একদিন আগে শের্ন ওয়ার্নের ওপর আনা নিষেধাজ্ঞা। ডোপ পরিক্ষায় সফল হতে না পেরে এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে জানা যায় যে, ওষুধ খাবার জন্য তিনি নিষিদ্ধ হন তিনি, আর সেটি তার মা তাকে দিয়েছিলেন; যা খেলায় কোন প্রভাব ফেলে না। এই ঘটনাটি সামনে আসার পর ‘ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির’ ভুলের তিব্র নিন্দা হয়।

২। ১৯৭৫ ও ১৯৯৬ বিশ্বকাপ দু’বারই আলোচনায় ছিল ভারত। ১৯৭৫ সালে ইংল্যান্ডের দেওয়া ৩৩৫ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ভারত ৬০ ওভার শেষে ৩ উইকেটে করে ১৩২ রান। হাতে ৭ উইকেট থাকলেও ১৭৪ বলে সুনিল গাভাস্কারের ৩৬ রান সমালোচনার জন্ম দেন।

এদিকে ১৯৯৬ সালের বিশ্বকাপে ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২০ রানে ৮ উইকেট হারিয়ে বসে ভারত। আর তারপরই ইডেন গার্ডেন মাঠে উপস্থিত থাকা দর্শকরা গ্যালারিতে আগুন দেয়।

৩। ১৯৯৬ বিশ্বকাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াটার ফাইনালে যায় শ্রীলঙ্কা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া খেলতে না যাওয়ায় এমন ঘটনা ঘটেছিলো।

৪। ২০০৭ বিশ্বকাপে আলোচনার সৃষ্টি করেছিলো তখনকার পাকিস্তান কোচ বব উলমার। আয়ারল্যান্ডের কাছে হারার একদিন পর ১৮ মার্চ হোটেলের রুমে মুখ থুবড়ে পড়ে ছিলেন বব উলমার। তদন্তের শুরতে ধারণা করা হয়েছিল তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। পরে ঘোষণা করা হয় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview