Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার্তিককে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার কারণ জানালেন কোহলি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৯:৩২ PM আপডেট: ১৫ মে ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা না পাওয়া এবং দিনেশ কার্তিকের অন্তর্ভুক্তি নিয়ে দেশটিতে বেশ কিছু দিন যাবতই চলছে আলোচনা-সমালোচনা। তবে এবার এর ব্যাখ্যা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। অভিজ্ঞতা ও চাপের মুহূর্তে উদ্বেগহীনতার কারণেই পন্থের পরিবর্তে কার্তিককে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেতে সাহায্য করেছে বলে জানালেন কোহলি।

নির্বাচকদের দৃষ্টিতে মহেন্দ্র সিং ধোনি নি:সন্দেহে দলের পথম পছন্দ। তারপরও আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত পন্থকে বাদ দিয়ে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩৩ বছর বয়সী কার্তিক।

ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আগামী ২৩ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। দেশটির সাবেক কতিপয় খেলোয়াড়ের বিশ্বাস ৩০মে শুরু হওয়া এ মেগা ইভেন্টের ২১ বছর বয়সী পন্থকে মিস করবে টিম ইন্ডিয়া।

কার্তিকের বিষয়ে স্থানীয় টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে কোহলি বলেন, ‘চাপের মুহূর্তে সে ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। এ বিষয়ে বোর্ডের সকলেই একমত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘তার (কার্তিক) অভিজ্ঞতা আছে। সৃষ্টি কর্তা না করুক ধোনির কিছু হলে কার্তিক উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে পারবে। একজন ফিনিশার হিসেবে সে ভাল করছে। সুতরাং এ ধরনের একটি টুর্নামেন্টে সামগ্রিক এক্সেপোজার ছিল যা প্রাথমকি বিবেচনায় নেয়া হয়েছে।’
 

Bootstrap Image Preview