Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ সুযোগ পেতে পারেন সাইডবেঞ্চের তিন ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০১:৩৪ PM আপডেট: ১৫ মে ২০১৯, ০১:৩৪ PM

bdmorning Image Preview


বুধবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।  যেহতু ম্যাচটি নিয়ম রক্ষার তাই আজকের ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকা ক্রিকেটাদের পরখ করে নিতে যাচ্ছে নির্বাচকরা। বাংলাদেশ সময় বিকেলে ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

আজ বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে আজ ব্যাটসম্যানদের চাইতে বোলিং ডিপার্টমেন্টে বেশি পরিবর্তন  আসতে যাচ্ছে।  আজ একাদশে মিরাজের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে নাইম ইসলামকে। পেসার   মুস্তাফিজকে বিশ্রামে পাঠিয়ে তার জায়গায় দলে আসতে পারেন তাসকিন আহম্মেদ। 

এছাড়া শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া আবু জায়েদ রাহীর জায়গায় দলে ‍সুযোগ দেওয়া হতে পারে ফরহাদ রেজাকে। তবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এক ম্যাচ খেলিয়েই রাহিকে বসানোটা ভালো দেখাবে না। যেহেতু বিশ্বকাপ দলেও আছেন তিনি।

বাংলাদেশ (সম্ভাব্য):তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),  মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, আবু জয়ী / ফারহাদ রেজা, মেহেদী হাসান মীরজ / নাঈম হাসান, মশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান / তাসকিন আহমেদ

আয়ারল্যান্ড (সম্ভাব্য): জন পল স্টারলিং, জেমস ম্যাককোলাম, অ্যান্ডি বেলবেরি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও'ব্রায়েন, মার্ক অ্যাডেইয়ার, গ্যারি উইলসন (ওয়ান), জর্জ ডকরেল, বয়ড র্যাঙ্কিন, টিম মুরতাঘ / অ্যান্ডি ম্যাকব্রাইন, জোশ লিটল।

Bootstrap Image Preview