Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনির টিপসেও ভুল থাকে: কুলদীপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১০:২৫ AM আপডেট: ১৫ মে ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


অসম্ভব ঠাণ্ডা মাথা। ম্যাচ চলাকালীন বড় একটা কথা বলেন না। বড়জোড় ওভার শেষ হলে দু-একটা পরামর্শ দেন বোলারদের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ধোনিই নাকি ভুল করেন। 

সিয়েটের বর্ষসেরা অনুষ্ঠানে সেই রহস্যই ভেদ করলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। মুম্বইয়ে অনুষ্ঠানে কুলদীপ মজা করে বলেন, '‌ধোনি একাধিকবার ম্যাচে কিছু ভুল করেছে। কিন্তু তা নিয়ে কখনোই মাহিকে কিছু বলা যায় না। বেশি কথা বলা ধোনি পছন্দ করে না। একমাত্র ওভারের মাঝে পরামর্শ দেয়। যদি মাহি প্রয়োজন মনে করে।'‌

কুলদীপের এই কথা নিশ্চয়ই ধোনির কানে গেছে। এখনও কোনও মন্তব্য করেননি মাহি। তবে কুলদীপ যে মজা করেই কথাটা বলেছেন তা স্পষ্ট।

সদ্যসমাপ্ত আইপিএলে রানার্স হয়েছে ধোনির চেন্নাই। ১৫ ম্যাচে ৪১৬ রান করেছেন ধোনি। আরসিবির বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসটি আজও ভক্তদের মনে গেঁথে আছে। এবার মিশন বিশ্বকাপ। চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন ধোনি।

৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশেষজ্ঞদের মতে, ধোনির ক্রিকেটজ্ঞান ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের খুব কাজে লাগবে। কিন্তু কুলদীপ যা বললে তা নিশ্চিতভাবেই কয়েক দিন আলোচনার খোরাক জোগাবে ভারতীয় ক্রিকেটে।

Bootstrap Image Preview