Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০২:৪২ PM আপডেট: ১৩ মে ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল। 

উইন্ডিজের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হয়। ফলে এক ম্যাচ জয় এবং এক ম্যাচে ড্র করে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা।

বিশ্বকাপের আগে এই সিরিজটি একটা পরীক্ষাই বলা যায়। আজ উইন্ডিজের বিপক্ষে একাদশ নিয়ে নানান কথা উঠে আসছে। সবকিছু বিবেচনায় সেরা দল নিয়েই মাঠে নামতে হবে সিরিজে দারুণ খেলতে থাকা হোল্ডার বাহিনীর বিপক্ষে। অন্যদিকে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আনার তেমন কোনো সম্ভাবনা নেই। 

ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য): সুনিল আমব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জন জনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, কেমার রোচ, শেডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল

বাংলাদেশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌমী সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview