Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসন্তুষ্ট ও চিন্তিত রোডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০২:৪৫ PM আপডেট: ১০ মে ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটা হয়েছে পরিত্যক্ত। এভাবে পয়েন্ট খুইয়ে হতাশ কোচ স্টিভ রোডস। বাংলাদেশ কোচ সিরিজের পয়েন্ট পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন।

ত্রিদেশীয় সিরিজে বোনাস পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে। দল যদি বড় ব্যবধানে জেতে তবে বাড়তি একটি বোনাস পয়েন্ট পাবে তারা।নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানে জিতে বোনাস পয়েন্ট পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে এক ম্যাচ জিতেই তাদের পয়েন্ট ৫। গতকাল বাংলাদেশেরও সেই লক্ষ্য ছিল। কিন্তু বৃষ্টির কারণে ২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

সাংবাদিকদের স্টিভ রোডস বলেন, ‘এই সময়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। কালও যদি বৃষ্টি হয়, সেটি হবে চিন্তার। আমাদের অনুশীলনটা করা হবে না। আশা করি সব ঠিক থাকবে। সিস্টেমটা একটু অদ্ভুত। বোনাসসহ জিতলে আপনি ৫ পয়েন্ট পাবেন। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সম্ভাব্য ৩ পয়েন্ট হারালেন। এটা মানা একটু কঠিন, যখন আপনি জিতেও পূর্ণ ৫ পয়েন্ট পাবেন না। আবার পরিত্যক্ত হলে পেতে হবে ২ পয়েন্ট। 

গ্রীষ্মপ্রধান দেশগুলোয় হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে এই পদ্ধতি ঠিক আছে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডে বৃষ্টিতে খেলা ভেসে যাওয়া নিয়মিত ঘটনা। আর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচগুলোয় দলগুলোর হারানোর অনেক কিছু থাকে। এটার দিকে আয়োজকদের নজর দেওয়ার দরকার আছে।’

এদিকে বৃষ্টির দাপটে আয়ারল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। এরপর আয়ারল্যান্ড ম্যাচতো মাঠেই গড়ায়নি। তাই ক্রিকেটারদের অনুশীন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এই সময়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। কালও যদি বৃষ্টি হয়, সেটি হবে চিন্তার। আমাদের অনুশীলনটা করা হবে না। আশা করি সব ঠিক থাকবে।’

Bootstrap Image Preview