Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শোয়েবকে পাশে পেলেন আফ্রিদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০১:৫৭ PM আপডেট: ১০ মে ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশ করার পর শিরোনামে শহিদ আফ্রিদি। সাবেকদের নিয়ে কড়া মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন পাকিস্তানি সাবেক অধিনায়ক। নানা ‘বিতর্কে কাবু’ আফ্রিদি এতোদিন কাউকেই পাশে পাননি। অবশেষে শোয়েব আখতারকে পাশে পেয়েছেন ‘বুম বুম’।

বৃহস্পতিবার এক টেলিভিশন প্রোগ্যামে প্রাক্তন পাক অল-রাউন্ডারের পাশে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আফ্রিদির সঙ্গে যা ঘটেছে সেটাই ও লিখেছে৷ খেলার সময় দেখেছি ওর সঙ্গে সিনিয়ররা খুব খারাপ ব্যবহার করতে৷ আমি নিজের চোখে এই ঘটনা দেখেছি৷ সুতরাং আমি এ ব্যাপারে ওর সঙ্গে একমত৷’ 

আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, ১৯৯৯ ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টের নেটে তাঁকে ব্যাট করতে দেননি তৎকালীন পাক কোচ জাভেদ মিয়াঁদাদ৷

পরে ১০ সিনিয়র ক্রিকেটার আফ্রির কাছে ক্ষমাও চেয়েছিলেন বলে দাবি করেন শোয়েব৷ তিনি বলেন, ‘বেশ কয়েক বছর পর ১০ জন সিনিয়র প্লেয়ার আফ্রিদির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়ে নেয়৷’ 

শুধু আফ্রিদিকে নয়, তাঁকে শারীরিকভাবেও নিগৃহ হতে হয়েছিল সিনিয়রদের দ্বারা৷ এমনই বিষ্ফোরক দাবি করে আখতার বলেন, ‘একবার অস্ট্রেলিয়া সফলে চার খেলোয়াড় আমার দিকে ব্যাট নিয়ে আঘাত করেছিল৷’

Bootstrap Image Preview