Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি বছরে বসছে বিপিএলের সপ্তম আসর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১০:০৭ AM আপডেট: ১০ মে ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


এক বছরে দুই বিপিএল উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল। বুধবার (৮ মে) এমনটাই জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। 

ডিসেম্বরে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিলো, কিন্ত সেই সিরিজ জুলাইয়ে আয়োজন করতে চায় এসএলসি। তাই যদি শ্রীলঙ্কা সিরিজ জুলাইয়ে হয় তাহলে বিপিএল ডিসেম্বরে মাঠে গড়াবে বছরের শেষে।

শেখ সোহেল জানালেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল সপ্তম আসর অনুষ্ঠিত হবে। যেটা হয়ে গেল এটা ছিল ২০১৮ এর বিপিএল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছিল ষষ্ঠ আসরটি। সেটা ছিল জাতীয় স্বার্থে। প্রতিবছর তো নির্বাচন হবে না। কাজেই এ বছরের স্লটে আরেকটি বিপিএল হবে। নভেম্বর-ডিসেম্বরের পেছনে আমরা যাব না। তবে এটা এখনো আলোচনার পর্যায়ে আছে।

নিউজিল্যান্ড সফরে খেলতে গিয়ে বাংলাদেশ দলের উপরে হামলা হওয়ার কারণে, শ্রীলঙ্কা সিরিজে নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিছুদিন আগে স্টার-সানডে তে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল সেই কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই সফরে যাবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছে বিপিএল ষষ্ঠ আসরের, যার শুরুটা হয়েছিল ৫ জানুয়ারি। বিপিএল ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্ল ভিক্টোরিয়ান্স।

Bootstrap Image Preview