Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম-সৌম্যর উদ্ধোধনীর জুটিতে রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১০:০৭ AM আপডেট: ০৯ মে ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


মঙ্গলবার উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট ও পাঁচ ওভার হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে উদ্ধোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দিয়ে নতুন রেকর্ড নাম লিখিয়েছেন তামিম ইকবাল ও মৌস্য সরকার জুটি। 

ক্যারিবিয়ানদের দেওয়ার ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্ধোধনী জুটিতে তামিম ও সৌম্য তোলেন ১৪৪ রান। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ৪৭ বল থেকে হাপ সেঞ্চুরি করা সৌম্য ৭২ রানে আউট হলে উদ্ধোধনী জুটি ভাঙে বাংলাদেশের। 

ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটি মেহরাব হোসেন আর শাহরিয়ার হোসেন দখলে।  ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় এই জুটি গড়েছিলেন তারা। তবে তামিম ও সৌম্য গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। 

তবে তামিম ও সৌম্যর মধ্যকার সর্বোচ্চ ১৫৪ রানের উদ্ধোধনী জুটিটি আসে ২০১৫ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই বছর পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ১৪৫ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।

Bootstrap Image Preview