Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছয় বলে ছয় ছক্কাসহ ২৫ বলে সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১২:৩৫ PM আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


স্টারশায়ারের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলতে নেমে মাত্র ২৫ বলেই সেঞ্চুরি করেছেন স্কটিশ ব্যাটসম্যান জর্জ মানসে। মাত্র ১৭ বলেই অর্ধশতক করেন তিনি।বাকি ৮ বলে করেছেন শতক। যার মধ্যে এক ওভারে ৬ বলে ৬ টি ছক্কার মার ছিলো। টি-টোয়েন্টিসহ সব ধরণের ক্রিকেট ফরম্যাটেই এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

জর্জ মানসে এদিন ৩৯ বলে ২০ টি ছক্কা ও ৫ চারে ১৪৭ রানের দানবীয় ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেওয়া আরেক ওপেনার জিপি উইলোস করেন ৩৫ বলে ৭২ রান। ২০ ওভার শেষে মানসের দানবীয় ইনিংসে ৩ উইকেটে ৩২৬ রানের বিশাল সংগ্রহ পায় গ্লুস্টারশায়ার। এই ম্যাচ গ্লৌচেস্টারশায়ার সেকেন্ড ইলেভেনের প্রতিপক্ষ ছিল বাথ সিসি। তারাও ২১৪ রানের বড় সংগ্রহ পায়। হারে ১১২ রানে।

তবে জর্জ মানসের ইনিংস রেকর্ড হিসেবে ধরা হবে না। কারণ এটা আইসিসি স্বীকৃত কোন ম্যাচ নয়। এর আগে আইসিসির স্বীকৃতি না পাওয়া এক টি-১০ ম্যাচে ২৫ বলে সেঞ্চুরির কীর্তি আছে। ওই ম্যাচে সারির ব্যাটসম্যান উইল জ্যাক ২৫ বলে সেঞ্চুরি করেন। 

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি স্বীকৃত দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি ক্রিস্টোফার হেনরি গেইলের দখলে রয়েছে। ২০১৩ সালে তিনি পূনে ওয়ারিয়র্সের সাথে করেছিলেন ৩০ বলে সেঞ্চুরি। সেদিন তিনি ৬৬ বল খেলে  ১৭৫ রানে অপরাজিত ছিলেন। যা এখন পর্যন্ত টি-২০ ক্রিকেটে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই রেকর্ডেও একদিন কোনো না কোনো ক্রিকেটার ভাগ বসাবেন। কেননা ক্রিকেটে তো আজ সবকিছুই সম্ভব।

Bootstrap Image Preview