Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাসকিনের খুশি হওয়ার মত সংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৮:১১ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview


২০১৫ বিশ্বকাপের সেরা বোলার হলেও আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। বিশ্বকাপ না খেলতে পারার  কষ্টে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কোন ভাবেই মেনে নিতে পারছেন না যে বিশ্বকাপের স্কোয়াডে তাঁর নাম নেই।

কিন্তু আশা ছেড়ে দেননি তাসকিন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্পের প্রথম দিনে উপস্থিত ছিলেন তিনি। 

টাইগারদের অনুশীলন শেষে দলের  বোলিং কোচ কোর্টনি ওয়ালশ তাকে আশার বাণীও শুনিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওয়ালশ  বলেন, 'ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে পেলে তো ভালো হতো, কিন্তু দল নির্বাচন হয়ে গেছে। তাকে চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।' 

এদিকে বিশ্বকাপের স্কোয়াডে থাকা  রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন আর আবু জায়েদ রাহিকে নিয়েও দুশ্চিন্তা আছে টাইগার বোলিং কোচের। রুবেল সাইড স্ট্রেইন, সাইফউদ্দিন টেনিস এলবো আর রাহি ছোট এক টা চোটে ভুগছেন। 

শুধু তাই নয়, টাইগার  বোলিং কোচ কোর্টনি চাইছেন না  আয়ারল্যান্ড সিরিজে সব ম্যাচে মোস্তাফিজ খেলুক।  অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠার জন্য যেন কাটার মাস্টার পর্যাপ্ত সময় পান, সেজন্য তাকে আয়ারল্যান্ডে খুব বেশি খেলানোর পক্ষপাতী নন ওয়ালশ।

 দলের এমন অবস্থায় হয়তো বিকল্প বোলিংয়ের কথা ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। তাই তাসকিনের হতাশ হওয়ার কিছু নেই। কোন খেলোয়াড় ইনজুরি হলেই তাঁর স্কোয়াডে ঢুকা অনেকটা নিশ্চিতই বলা যেতে পারে। 

Bootstrap Image Preview