Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিবি চিঠি দিলেও আইপিএল ছেড়ে দেশে ফিরছেন না সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview



আসন্ন আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের জন্য আজ থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। কিন্তু আইপিএল ছেড়ে এই ক্যাম্পে এখনই যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান।

২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে সাকিবকে দেশে ফেরার জন্য চিঠি দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ২৩ অথবা ২৩ এপ্রিল সাকিবের ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছিল।কিন্তু পরে জানা গেল সাকিব এখন দেশে না ফিরে ব্যস্ত থাকবেন আইপিএল নিয়েই। আর বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজের জন্য আয়ারল্যান্ডে উড়াল দেওয়ার পর ভারত থেকে আয়ারল্যান্ডে যাবেন তিনি।

মূলত প্রস্তুতি ক্যাম্পে তার যে প্রস্তুতি হত তার অনেকাংশই হয়ে যেতে পারে আইপিএলে ম্যাচ খেলে। আর এ কারণেই এখন দেশে ফিরে আসছেন না এই তারকা ক্রিকেটার।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। যদিও প্রথম ম্যাচের পর থেকে তিনি রয়েছেন একাদশের বাইরে। 

Bootstrap Image Preview