Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে আয়ারল্যান্ড সিরিজে সব ম্যাচে মোস্তাফিজকে চান না কোর্টনি ওয়ালশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপের আগে টাইগারদের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে । এই সিরিজে সব ম্যাচে না-ও দেখা যেতে পারে বাংলাদেশ দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। 

টাইগার দলের  বোলিং কোচ কোর্টনি ওয়ালশ চাইছেন না কোনো ধরণের ঝুঁকি নিতে। অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠার জন্য যেন কাটার মাস্টার পর্যাপ্ত সময় পান, সেজন্য তাকে আয়ারল্যান্ডে খুব বেশি খেলানোর পক্ষপাতী নন ওয়ালশ।

এই প্রসঙ্গে ওয়ালশ বলেন, ‘(মোস্তাফিজ) বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে, যদি সে ফিট থাকে। যদিও আমি মনে করি না, আমরা একজন খেলোয়াড়ের উপরই নির্ভর করব। সাকিব, ম্যাশ (মাশরাফি) এবং রুবেল ধারাবাহিক। ইনজুরির পর থেকে ফিজ (মোস্তাফিজ) পুরোপুরি ধারালো হয়ে ফিরেনি, তার কিছুটা চোট সমস্যা আছে। পুরো ফিট মোস্তাফিজ আপনাকে ম্যাচ জেতাতে পারে, তবে তাকে যতটা সম্ভব ফিট রাখতে হবে। আমার উদ্বেগ হলো, আমরা যেন তার উপর বেশি চাপ দিয়ে না ফেলি। আয়ারল্যান্ডে যেন বেশি ব্যবহার না করি, সেটা হলে সে বিশ্বকাপে সতেজ হয়ে যেতে পারবে না।’

এদিকে মোস্তাফিজ ছাড়াও বিশ্বকাপ দলে থাকা রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন আর আবু জায়েদ রাহিকে নিয়েও দুশ্চিন্তা আছে টাইগার বোলিং কোচের। রুবেল সাইড স্ট্রেইন, সাইফউদ্দিন টেনিস এলবো আর রাহি ছোট একটা চোটে ভুগছেন।

Bootstrap Image Preview