Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরোয়া লিগে সাইফ ও মমিনুলের রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০২:২৫ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


রবিবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন সাইফ হাসান ও মমিনুল হক। সাইফ রেকর্ড গড়েছেন ব্যাট হাতে এবং মুমিনুল হকের রেকর্ডটা ফিল্ডিংয়ের।

চলতি আসরে রবিবার সাইফের দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এই ম্যাচে ব্যাট হাতে তান্ডব চালান ২০ বছর বয়সী সাইফ। ১১১ বলে ১০ চার ও ১১ ছক্কার মারে অপরাজিত ১৪৮ রানের ইনিংস। আর এতেই নাম তোলেন রেকর্ডবুকে।

বাংলাদেশের হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। তবে তার সমান ১১টি করে ছক্কা রয়েছে মাশরাফি বিন মর্তুজা এবং সৌম্য সরকারেরও। ফলে এ রেকর্ডে তৃতীয় ব্যাটসম্যান সাইফ হাসান।

এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েছেন মমিনুল। এক ম্যাচে ৫টি ক্যাচ ধরে রেকর্ড বুকে নাম লিখেছেন পয়েট অব ডায়নামো।

রোববার বিকেএসপিতে আবাহনীর ৩৭৭ রানের পাহাড় গড়া ম্যাচে ঝড়ো সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকারের ক্যাচ নিয়ে শুরু করেন মুমিনুল। পরে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচ। এরই সঙ্গে অসাধারণ কীর্তি গড়েন তিনি।

মমিনুল ছাড়াও এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার তালিকায় আছেন বাংলাদেশের ফরহাদ রেজা। সব মিলিয়ে ১৬ জন ফিল্ডার ইনিংসে ৫টি ক্যাচ ধরার নজির স্থাপন করলেন। সবার আগে এ কৃতিত্ব দেখান ভিক মার্কস। পরে ৫ ক্যাচ নেয়ার রেকর্ড স্পর্শ করেন জন রাইস, অ্যালান কুরি, জন্টি রোডস, জেফ উইলসন, কেনি জ্যাকসন, মোহাম্মদ রমজান, অমিত শর্মা, ব্র্যাড ইয়াং, হাসনাইন রাজা, তৌফিক উমর, ডেভিড সেলস, অ্যান্ডি ম্যাকব্রাইস, ফরহাদ হোসেন, জাহিদ জাখাইল এবং মুমিনুল হক। এদের মধ্যে জন্টি রোডসই শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে দেখিয়েছেন ৫ ক্যাচ ধরার কৃতিত্ব।

Bootstrap Image Preview