Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


গুলবাদিন নাইবকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, দলে ফিরেছেন পেসার হামিদ হাসান। এছাড়া রিজার্ভ প্লেয়ার হিসেবে ৩ জন রেখেছেন।তারা হলেনঃ সাইদ শিরজাদ, ইকরাম আলি খেল এবং করিম জানাত।

বিশ্বকাপে নিজেদের সেরাটা দেওয়াই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন আফগানদের প্রধান নির্বাচক দৌলত খান। দল নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,“আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য এটা ছয় মাসের প্রস্তুতির ফল। প্রতিযোগিতায় অনুপ্রেরণীয় ক্রিকেট খেলাই লক্ষ্য। আমি জানি এখানে শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে, নিজেদের সেরাটা দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব।”

বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল:  গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলী জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতুল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

স্ট্যান্ড বাই: ইকরাম আলিখিল, করিম জানাত এবং সায়েদ শিরজাদ।

Bootstrap Image Preview