Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচে সুযোগ না পেয়ে হায়দরাবাদের রান্না ঘর সামলাচ্ছেন সাকিব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৪১ PM আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চলতি আসরের প্রথম ম্যাচ খেলার পর টানা ৭ ম্যাচ একাদশে সুযোগ না পেয়ে বেঞ্চেই বসে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মিলছে। কিন্তু তাই বলে যে একেবারেই অলস সময় কাটাচ্ছেন, তা কিন্তু নয়।।  সানরাইজার্স হায়দরাবাদের রান্নাঘরে ঠিকই বাবুর্চির সাজে রান্নার খেলায় মেতেছেন সাকিব।

অবশ্য সাকিব একা নন। শুক্রবার পুরো হায়দরাবাদ দলের সব খেলোয়াড়ই মেতেছিলেন রান্নার প্রতিযোগিতায়। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার এবং পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও ‘টিম বিজয়’ নামে দুই দলে ভাগ হয়ে রান্নার উৎসবে মাতেন দলের খেলোয়াড়রা।

যেখানে টিম বিজয়ে ছিলেন সাকিব। তার দলে ছিলেন রশিদ খান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মারা। অন্যদিকে টিম ভুবিতে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠানরা।

দুই দলের এ রান্নার প্রতিযোগিতায় জিতেছে কারা তা অবশ্য জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে হেরেছেন নিশ্চিতভাবে দীপক হুদা। কারণ গতকাল ছিলো তার জন্মদিন। রান্নাবান্নার প্রতিযোগিতা শেষে হুদাকে নিয়ে কেক কাটেন হায়দরাবাদের খেলোয়াড়রা। যেখানে কেক কাটার পর পুরোটাই মাখিয়ে দেয়া হয় তার মুখে। সবমিলিয়ে আনন্দ উৎসবের মধ্যেই শুক্রবারটা কাটিয়েছেন সাকিবরা।

তবে মাঠের খেলায় খুব একটা আনন্দের সুযোগ নেই সাকিব বা হায়দরাবাদের। কারণ এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিততে পেরেছে হায়দরাবাদ, অবস্থান করছে টেবিলের পাঁচ নম্বরে। প্লে অফে যেতে হলে বাকি থাকা ৬ ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদের। রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে হায়দরাবাদ।

এদিকে হায়দরাবাদের চেয়েও বাজে আইপিএল কাটাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরের সব ম্যাচ খেলা সাকিব এ আসরে এখনো পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র একবার।

মৌসুমে হায়দরাবাদের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। পরে বল হাতে ১ উইকেট শিকার করলেও ৩.৪ ওভারে খরচ করেন ৪২ রান। যে কারণে পরের ৭ ম্যাচের একটিতেও তাকে সেরা একাদশে জায়গা দেয়নি হায়দরাবাদ।

Bootstrap Image Preview