Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল পয়েন্ট টেবিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৬ AM আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


দ্বাদশ আইপিএল আসরে মাঝামাঝি পর্যায়ে। বেশির ভাগ দলই তাদের সিংহভাগ ম্যাচ খেলে ফেলেছে। আসরে অংশ নেওয়া আটটি ফ্রাঞ্চাইজির মধ্যে হায়দ্রাবাদ ছয়টি ও পাঞ্জাব আটটি খেলায় অংশ নিয়েছে। এছাড়া সবকটি দলই খেলেছে সাতটি করে ম্যাচ। চলুল দেখে নিই আইপিএল দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ।

১) চেন্নাই সুপার কিংস– ৭ ম্যাচের ৬টি জিতেছে ধোনিব্রিগেড৷ ১২ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে জাঁকিয়ে বসেছে সুপার কিংস৷ রবিবার নাইটদের ডেরায় ইডেনে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে নামতে চলেছে চেন্নাই৷

২) কেকেআর- ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট জিতে লিগের অন্যতম ধারাবাহিক দল কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় রয়েছে দু’নম্বরে৷ ঘরের মাঠে শেষ ম্যাচে অবশ্য দিল্লির বিরুদ্ধে পারফর্ম্যান্সে দাগ কাটতে পারেনি দীনেশ অ্যান্ড কোম্পানি৷ ধোনির চেন্নাইয়ে বিরুদ্ধে রবিবার ইডেনে সবনজর থাকবে কেকেআরে৷

৩) মুম্বাই ইন্ডিয়ান্স- শনিবার শেষ ওভারে রাজস্থানের কাছে ম্যাচ হারলেও ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগের থার্ড বয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স৷ লিগের শুরুতে পয়েন্ট হারালেও অল-রাউন্ডারদের কাঁধে চেপে এখন পয়েন্ট টেবিলে দারুণ কামব্যাক মুম্বইয়ের৷

৪) দিল্লি ক্যাপিটালস– ৭ ম্যাচে দিল্লির ঝুলিতে এখন ৮ পয়েন্ট৷ ৪ ম্যাচ জয়ের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেন্টরশিপে দিল্লি ৩ ম্যাচ ফেলও করেছে৷ তবে নাইটদের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে দুক্ষেত্রেই সাফল্য পাওয়া দিল্লির বড় পাওনা৷ শ্রেয়স-পৃথ্বী-ধাওয়ান-ঋষভরা লিগের পরের ল্যাপে কেমন পারফর্ম্যান্স করে সেটাই এখন দেখার৷

৫) কিংস ইলেভেন পঞ্জাব– ৪টে জয়, ৪টে হার৷ নিট ফল ৮ ম্যাচে ঝুলিতে ৮ পয়েন্ট৷ টেবিলের পঞ্চম স্থানে অশ্বিনের পঞ্জাব৷ শনিবার ব্যাঙ্গালোরের কাছে হারের ফলে একটু হলেও পিছিয়ে পড়ল প্রীতির ফ্র্যাঞ্চাইজি৷

৬) সানরাইজার্স হায়দরাবাদ- অন্যদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সানরাইজার্স৷ ৬ ম্যাচ শেষে ওয়ার্নারদের পয়েন্টে এখন ৬৷ টানা দুই ম্যাচ হার ভুবনেশ্বরদের অবশ্য চিন্তায় রাখছে৷ শেষ দুই ম্যাচে মুম্বই ও কিংসের কাছে লো-স্কোরিং ম্যাচে হেরেছে ভুনেশ্বররা৷ রবিবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে তাই প্রত্যাঘাত দিতে মরিয়া নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি৷

৭) রাজস্থান রয়্যালস- শনিবার মুম্বইয়ের হারিয়ে ঝুলিতে ২ পয়েন্ট পুরল রাজস্থান৷ সব মিলিয়ে ৭ ম্যাচে ২টে জয়, অর্থাৎ ৭ ম্যাচ শেষে রাজস্থানের পয়েন্ট ৪৷

৮) আরসিবি– লিগের সবার শেষে কোহলির আরসিবি৷ শনিবার অবশ্য পঞ্জাবকে হারিয়ে তারা চলতি আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে প্রথম জয় ছিনিয়ে নিয়েছে৷ লিগের বাকি ৭ ম্যাচে আরসিবি নতুন চমকে প্রথম পাঁচের মধ্যে শেষ করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা, সেটাই এখন দেখার৷

Bootstrap Image Preview