Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ AM আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


আগামী মাসে থেকে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ৫ মে থেকে  এই ওয়ানডে সিরিজটি চলবে ১৭ মে পর্যন্ত। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।

অন্যদিকে সিরিজ উপলক্ষ্যে এরই মধ্যে উইন্ডিজ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই বাংলাদেশেরও দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এই সিরিজে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে অন্য দলের সঙ্গে। ৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

তারিখ                   ম্যাচ                                ভেন্যু

৫ মে          আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ        ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৭ মে           বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ          ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৯ মে          আয়ারল্যান্ড-বাংলাদেশ            ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১১ মে         আয়ারল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ     মালাহাইড ক্রিকেট ক্লাব
১৩ মে        বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ        মালাহাইড ক্রিকেট ক্লাব
১৫ মে         আয়ারল্যান্ড - বাংলাদেশ          ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১৭ মে                ফাইনাল                        মালাহাইড ক্রিকেট ক্লাব

Bootstrap Image Preview