Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে জয় পেল কোহলির বেঙ্গালুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


শেষমেশ কাজে এল বিরাট কোহলি এবং এ বি ডি'ভিলিয়ার্সের ডবল ধামাকা। ৮ উইকেটে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল বিরাটের দল। ৪ বল বাকি থাকতেই ১৭৪ রান তুলে ফেলে ব্যাঙ্গালোর। 

এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করে পাঞ্জাবের সৈনিকরা। ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যান লোকেশ রাহুল। পঞ্জাবের হয়ে এ দিন চোখধাঁধানো পারফর্ম করেন ক্রিস গেইল। ৬৪ বলে গেইল করেন ৯৯ রান। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় তাঁর। ৫টি ছয় এবং ১০টি ৪ দিয়ে সাজানো তাঁর এই ইনিংস। গেইল ছাড়া আর সে ভাবে কেউ রান পাননি। তাঁর ব্যাটে ভর করেই ১৭৩ রান করে ফেলে পাঞ্জাব বাহিনী। ব্যাঙ্গালোরের হয়ে সর্বাধিক উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন চাহল। 

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে শুরু করেছিলেন বিরাট কোহলি এবং পার্থিব প্যাটেল। ৯ বলে ১৯ রান করে আউট হয়ে যান পার্থিব। মাঠে নামেন এ বি ডি'ভিলিয়ার্স। ৫৩ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান ক্যাপ্টেন কোহলি। ছয় নেই, ৮ টি চার রয়েছে বিরাটের এই ৬৭ রানে। শামির বলে অশ্বিনের হাতে ক্যাচ তুলে আউট হন বিরাট। অন্য দিকে বিধ্বংসী মেজাজে খেলা চালিয়ে যাচ্ছিলেন ডি'ভিলিয়ার্স।

শেষে ডি'ভিলিয়ার্স এবং মার্কাস স্টোয়নিস জিতিয়ে দেন ম্যাচ। ৩৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন ডি'ভিলিয়ার্স। ৫টি চার মারেন এবং ২টি ছক্কা হাঁকান এবি। আর মার্কাস স্টোয়নিস করেন ১৬ বলে ২৮ রান। ফলে সাতটি ম্যাচ খেলার পরে এই প্রথম জয়ের মুখ দেখতে পেল বিরাটের দল। অন্য দিকে আট ম্যাচে চারটি জয় ও চারটি হারের মুখ দেখল পাঞ্জাব।

Bootstrap Image Preview