Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের জঙ্গি হামলা নিয়ে যা বললো মুম্বাই পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৫:১৮ PM আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে  আইকনিক ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে জঙ্গিহানা। শুক্রবার এমনই খবর ছড়িয়ে পড়ে। তবে আশংকাটি গুজব বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মুম্বাই পুলিশ।

স্টেডিয়ামে জঙ্গিহানার পাশাপাশি শুক্রবার টিমবাসেও জঙ্গিহানার আশঙ্কার খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে।
 
তবে এই প্রসঙ্গে মুম্বই পুলিশ সাফ জানিয়ে দিল, ওয়াংখেড়েয় জঙ্গিহানার আশঙ্কা পুরোটাই ভিত্তিহীন। এমন কোনও আশঙ্কার কথা অন্তত তাদের জানা নেই। মুম্বই পুলিশের পিআরও, ডিসিপি মঞ্জুনাথ সিংঘে জঙ্গিহানার সম্ভাবনা নাকচ করে বলেন, এই ঘটনা গুজব ছাড়া কিচ্ছু নয়। মুম্বই পুলিশের কাছে জঙ্গিহানা সংক্রান্ত আগাম কোনও সতর্কতা নেই। 

মুম্বই পুলিশের তরফ থেকে আশ্বস্ত করে শনিবার এক বিবৃতিতেআরও জানানো হয়, ‘গতকাল থেকেই ওয়াংখেড়েয় জঙ্গিহানা আশঙ্কার ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু মুম্বই পুলিশের ইন্টিলিজেন্সের কাছে এমন কোনও আশঙ্কার খবর নেই। মুম্বইবাসীর জন্য তারা সর্বদা সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন রেখেছে। 

Bootstrap Image Preview