Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে মাশরাফিদের খেলা কবে,কখন,কোথায় জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


দুয়ারে চলে এসেছে ইংল্যাণ্ড বিশ্বকাপ আগামী ৩০ মে থেকে শুরু হবে ক্রিকেটের সব থেকে বড় এই আসর। টুর্নামেন্টের দ্বাদশ আসরে অংশ নিচ্ছে মোট ১০টি দল। এবারের বিশ্বকাপে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কিন্তু খেলা গুলো বাংলাদেশ সময় কখন, কোথায় হবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটু সংশয় রয়েছে। 

তাহলে চলুন দেখে আসি ইংল্যান্ড বিশ্বকাপের সময়সূচিঃ

৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল, লন্ডন ৩.৩০ মিনিট
৩১ মে উইন্ডিজ-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ৩.৩০ মিনিট
০১ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান কার্ডিফ ৩.৩০ মিনিট
০১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল সন্ধ্যা ৬.৩০ মিনিট
০২ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওভাল, লন্ডন ৩.৩০ মিনিট
০৩ জুন ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ৩.৩০ মিনিট
০৪ জুন আফগান্তিান-শ্রীলঙ্কা কার্ডিফ ৩.৩০ মিনিট
০৫ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন ৩.৩০ মিনিট
০৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ওভাল, লন্ডন সন্ধ্যা ৬.৩০ মিনিট
০৬ জুন অস্ট্রেলিয়া-উইন্ডিজ ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ৩,৩০ মিনিট
০৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল ৩.৩০ মিনিট
০৮ জুন বাংলাদেশ-ইংল্যান্ড কার্ডিফ ৩.৩০ মিনিট
০৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টনটন সন্ধ্যা ৬.৩০ মিনিট
০৯ জুন ভারত-অস্ট্রেলিয়া ওভাল, লন্ডন ৩.৩০ মিনিট
১০ জুন দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ হ্যাম্পশায়ার বোল,সাউদাম্পটন ৩.৩০ মিনিট
১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল ৩.৩০ মিনিট
১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টনটন ৩.৩০ মিনিট
১৩ জুন ভারত-নিউজিল্যান্ড ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ৩.৩০ মিনিট
১৪ জুন ইংল্যান্ড-উইন্ডিজ হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন ৩.৩০ মিনিট
১৫ জুন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ওভাল, লন্ডন ৩.৩০ মিনিট
১৫ জুন দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ সন্ধ্যা ৬.৩০ মিনিট
১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ৩.৩০ মিনিট
১৭ জুন বাংলাদেশ-উইন্ডিজ টনটন ৩.৩০ মিনিট
১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ৩.৩০ মিনিট
১৯ জুন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এজবাস্টন, বার্মিংহাম ৩.৩০ মিনিট
২০ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম ৩.৩০ মিনিট
২১ জুন শ্রীলঙ্কা-ইংল্যান্ড হেডিংলি-লিডস ৩.৩০ মিনিট
২২ জুন ভারত-আফগানিস্তান হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন ৩.৩০ মিনিট
২২ জুন উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার সন্ধ্যা ৬.৩০ মিনিট
২৩ জুন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লর্ডস, লন্ডন ৩.৩০ মিনিট
২৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন ৩.৩০মিনিট
২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস, লন্ডন ৩.৩০ মিনিট
২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন, বার্মিংহাম ৩,৩০ মিনিট
২৭ জুন ভারত-উইন্ডিজ ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ৩.৩০ মিনিট
২৮ জুন শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা চেস্টার লি স্ট্রীট ৩.৩০ মিনিট
২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান হেডিংলি লিডস ৩.৩০ মিনিট
২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস, লন্ডন সন্ধ্যা ৬.৩০ মিনিট
৩০ জুন ভারত-ইংল্যান্ড এজবাস্টন, বার্মিংহাম ৩.৩০ মিনিট
০১ জুলাই শ্রীলঙ্কা-উইন্ডিজ চেস্টার লি স্ট্রীট ৩.৩০ মিনিট
০২ জুলাই বাংলাদেশ ভারত এজবাস্টন, বার্মিংহাম ৩.৩০ মিনিট
০৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড চেস্টার লি স্ট্রীট ৩.৩০ মিনিট
০৪ জুলাই আফগানিস্তান-উইন্ডিজ হেডিংলি লিডস ৩.৩০ মিনিট
০৫ জুলাই বাংলাদেশ-পাকিস্তান লর্ডস,লন্ডন সন্ধ্যা ৬.৩০ মিনিট
০৬ জুলাই ভারত-শ্রীলঙ্কা হেডিংলি লিডস ৩.৩০ মিনিট
০৬ জুলাই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার সন্ধ্যা ৬.৩০ মিনিট
০৯ জুলাই ১ম সেমিফাইনাল ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ৩.৩০ মিনিট

১০ জুলাই বিরতি
১১ জুলাই ২য় সেমফিাইনাল এজবাস্টন, বার্মিংহাম ৩.৩০মিনিট
১২ জুলাই বিরতি
১৪ জুলাই ফাইনাল লর্ডস, লন্ডন ৩.৩০ মিনিট
১৫ জুলাই রিজার্ভ ডে লর্ডস, লন্ডন

Bootstrap Image Preview