Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঙ্গুলীর কাছে এই পরাজয় ইতিবাচক: শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০২:৫৩ PM আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


শুক্রবার আইপিএলে লড়াইটা ছিল কলকাতার 'মহারাজ' বনাম কলকাতার দলের। এই লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডটিও সহজেই জিতে নিলেন মহারাজ। ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিট্যালস। এই মৌসুমে দিল্লি ক্যাপিট্যালসের কাছে দুটি ম্যাচই হারল কলকাতা। একই সাথে ২০১২ সালে পর প্রথমবার দিল্লির কাছে ঘরের মাঠ ইডেনে হারল কলকাতা।

এই হারে অনেকেই হয়ত সৌরভ গাঙ্গুলীর দায় দিতে চাইবেন। কারণ কলকাতার ইডেন গার্ডেন ও কলকাতার শক্তি ও দূর্বলতা তার চেয়ে বেশি কারো জানান কথা না। কারণ এক সময় এই কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন তিনি। 

তবে বর্তমান পশ্চিমবঙ্গের ক্রিকেটের হর্তাকর্তা সৌরভ গাঙ্গুলী প্রথমবারের মতো দিল্লির ক্যাপিটালর্স দলের মেন্টরেন দায়িত্বে নিয়েছেন। যা নিয়ে স্বার্থের দ্বন্দ্ব হচ্ছে কি না এমন প্রশ্নের উঠেছিল। তবে সে সময়ই কলকাতা দলের যে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই, সেটা পরিষ্কার করে দিয়েছেন মালিক শাহরুখ খান। সেটা আবারো যেন পরিস্কার করলেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। 

কিন্তু ম্যাচ শেষে শাহরুখ খান টুইটারে একটি পোস্টে বলেছেন, ‘শুভমান গিল ও আন্দ্রে রাসেল আবারও দারুণ খেলেছে। হারতে মানা নেই, কিন্তু আজ আমাদের চেষ্টার অভাব ছিল, বিশেষ করে বোলিংয়ে। এটাই দুঃখজনক। এ ম্যাচের একমাত্র ইতিবাচক দিক হলো আমাদের দাদা সৌরভ গাঙ্গুলী ইডেনে আজ জয়ী দলের পক্ষে ছিল। অভিনন্দন দিল্লি ক্যাপিটালস।’

শুক্রবার ইডেন গার্ডেনে টসে হেরে প্রথমে ব্যাটিং করে কলকাতা। শুভমন গিলের ৬৫ এবং রাসেলের ঝড়ো ৪৫ রানে ভর করে ১৭৮ রান তোলে তারা। জবাবে ৬৩ বলে শিখর ধাওয়ানের অপরাজিত ৯৭ রানে ভর করে সহজ জয় তুলে নেয় দিল্লি।

Bootstrap Image Preview