Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি বছরে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০১:৩১ PM আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


২০০৯ সালের ৩ এপ্রিল পাকিস্তানের মাটিতে লাহোর টেস্টে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর জঙ্গি হামলা হয়েছিল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল ছয় ক্রিকেটার। এরপর পেরিয়ে গেছে ১০ বছর। পিসিবির দেওয়ার সব প্রস্তাবই প্রত্যাক্ষাণ করে আর কখনোই পাকিস্তান সফরে যায়নি শ্রীলঙ্কা দল।

অবশেষে সেই টেস্ট সিরিজ দিয়েই আবার পাকিস্তান সফরে সম্মত হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সংবাদমাধ্যম 'এয়ারিনিউজ' প্রকাশ করেছে এমন খবর।বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পিসিবি ইতোমধ্যে সকল আলাপচারিতা সম্পন্ন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে।

এবছর থেকে শুরু হবে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারই ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টেস্ট ম্যাচের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। তবে দুই বোর্ডের মধ্যে কথা প্রায় পাকা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্যায়ে পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ২০১৯-২০ থেকে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ পাকিস্তান অ্যাওয়ে হিসাবে খেলবে অজিদের মাঠে। 

কিন্তু শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ঘরের মাঠে খেলতে চাইছে। শ্রীলঙ্কা দুটি ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে বলে জানিয়েছে পিসিবি। বাংলাদেশর সাথে ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে টেস্টে সিরিজ আয়োজন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছে পাকিস্তান বোর্ড।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে টপ নাইনে থাকা নয়টি দল নিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তিন বছর যাবত চলমান এই চ্যাম্পিয়নশিপে এক দল অন্য দলের বিপক্ষে খেলবে। ২০২১ সালে শীর্ষে থাকা দু’টি দল নিয়ে ফাইনাল ইভেন্টের আয়োজন করা হবে।

Bootstrap Image Preview