Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আয়ারল্যান্ড সিরিজের আগেই সুখবর দিচ্ছেন মুশফিক ও মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৫:৫৫ PM আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়ার ও ভায়রা মুশফিকুর রহিম। টাইগার দলের অভিজ্ঞ এই দুই খেলোয়াড়ের ইনজুরি সবাইকে একটু দুশ্চিন্তায় ফেলেছিলো। 

কিন্তু দুশ্চিন্তার সেই কালো মেঘ কেটে গিয়েছে দুজনেই বেশ দ্রুতই সেরে উঠছেন। শংকা কেটে যাচ্ছে দ্রুত।

মুশফিকের প্রসঙ্গে বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানান, 'মুশফিকের কিছুটা রিব ট্রমার ব্যথা ছিল। খেলতে কোনো সমস্যা হচ্ছে না। রানিংও করছে বেশ ভালোভাবেই। তবে ও যেহেতু পাঁজরে কিছুটা ব্যথার কথা কমপ্লেইন করছিল, তাই আমরা ওকে এমআরআই স্ক্যান করাই। স্ক্যানে ওর হাড়ে কোনো সমস্যা ধরা পড়েনি। রিপোর্টটা নরমাল এসেছে। আশা করছি ওর খেলতে কোনো সমস্যা হবে না।'

অন্যদিকে তিনি আরও বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদ রিহ্যাব প্রোগ্রামের মধ্যেই আছে। আপাতত ও ব্যাটিং প্র্যাকটিস করছে এবং সব ধরণের শটও খেলতে পারছে। এসব নিয়ে এখনও ও কোনো বড় সমস্যা অনুভব করছে না। আমরা আস্তে আস্তে ওর বোলিং এবং ফিল্ডিং ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এখন পর্যন্ত ওর অগ্রগতি সন্তোষজনক। ক্যাম্পে যোগ দিতে ওর কোনো সমস্যা হবে না।'

Bootstrap Image Preview