Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি থেকে ফিরে উইকেটের দেখা পেলেন না তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০১:০৪ PM আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর আবারো বল হাতে মাঠে নেমেছেন জাতীয় দলের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ।কিন্তু দুর্ভাগ্য তার অনেক আশার এই ম্যাচে থাকতে হলো উইকেট শূন্য। 

চলতি ডিপিএলে লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাথে নেমেছিলেন তিনি।

কিন্তু দীর্ঘ দিন পর তার এই প্রত্যাবর্তন খুব একটা ভালো হলো না। মাত্র ৫ ওভার বোলিং করেছেন ৩৬ রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি।

অনেক আশা নিয়ে মাঠে নেমেছিলেন তাসকিন। গতকাল মাঠে নামার আগে তিনি বলেছিলেন, এটাই আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার পারমিশন পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।'

এদিকে তাসকিনের দিকে তাকিয়ে নির্বাচকরা কারণ আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য তাকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন। তবে তার আগে ডান-হাতি এই পেসারকে আয়ারল্যান্ড সিরিজে দিতে হবে অগ্নি পরীক্ষা।

Bootstrap Image Preview