Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ইনজুরিতে টাইগার দলের পাঁচ ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৫১ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৫১ PM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপের আগে টাইগারদের আয়ারল্যান্ড মিশন রয়েছে। কিন্তু এর মাঝে টাইগার দলে পড়েছে ইনজুরির মিছিল। সব মিলিয়ে দলের পাঁচ খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন।  

বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।তবে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠবেন ক্রিকেটাররা। স্বচ্ছন্দে খেলতে পারবেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ। আশাবাদী বিসিবির চিকিৎসক  দেবাশীষ চৌধুরী।

মাহমুদউল্লাহ রিয়াদঃ দলের অভিজ্ঞ এই খোয়াড়ের ইনজুরিটা ধরা পড়েছে নিউজিল্যান্ড সিরিজে। দেশে ফিরে কাঁধের চোট বেড়ে যায়। তবে সেটি ধীরে ধীরে কাটিয়ে উঠছেন তিনি। নিয়মিত ব্যাটিং ও ফিটনেস অনুশীলন করছেন।

মুশফিকুর রহিমঃ মুশফিকুর রহিমও নিউজিল্যান্ড সিরিজ থেকে আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই পাঁজরে বেশ ব্যথা অনুভব করছেন। আজ তাঁর স্ক্যান করার কথা। বিসিবির ফিজিও-চিকিৎসকেরা আশা করছেন, কিছুদিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন মুশফিক। 

রুবেল হোসেনঃ চলতি ডিপিএল খেলার সময় সাইড স্ট্রেইন চোটে পড়েছেন রুবেল। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে তাঁর চোট খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে।

মেহেদী হাসান মিরাজঃ মিরাজের জ্বরে ধরেছে সেই সাথে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে খেলার সময় হাতের আঙুলে চোট পেয়েছেন। আজ এসেছেন আঙুলের এক্স-রে রিপোর্ট নিয়ে। চিকিৎসক মিরাজের এক্স-রে রিপোর্ট দেখে চিন্তামুক্ত হলেন। দুদিন আগে পাওয়া আঙুলের চোট নিয়ে কোনো দুঃসংবাদ নেই। এক্স-রে রিপোর্টে কোনো চিড় খুঁজে পাওয়া যায়নি। তবে একটু ব্যথা আছে । কয়েক দিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে।

সাইফউদ্দিন আহমেদঃ ডান হাতে টেনিস এলবোর সমস্যায় ভুগছেন সাইফউদ্দিন। চোট নিয়েই খেলে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগ। তব এই চোট কাটিয়ে উঠতে বিশেষ ধরনের ইনজেকশনটি নেওয়া প্রয়োজন, প্রিমিয়ার লিগ খেলতে থাকায় তাঁকে সেটি দেওয়া যাচ্ছে না। ইনজেকশন দিলে পরের তিন সপ্তাহ খেলা যাবে না। আবার ইনজেকশন না দিলে সুস্থও হবেন না পুরোপুরি। 

Bootstrap Image Preview