Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ পেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জার্সি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫১ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


বিশ্বকাপকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে নিজেদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছিল বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার দলটি। এবার সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের জার্সি উন্মোচন করল বিশ্বকাপের আরেক দাবিদার অস্ট্রেলিয়া। আজ উন্মোচিত হয়েছে অসিদের বিশ্বকাপ জার্সি।

অজিদের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানি ক্রীড়া পোশাক ও জুতো নির্মাণকারী প্রতিষ্ঠান এএসআইসিএস। মঙ্গলবার (৯ এপ্রিল) গ্লেন ম্যাক্সওয়েলের মডেল বানিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেছে এএসআইসিএস অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের জার্সি পরিহিত গ্লেন ম্যাক্সওয়েলের একটি ছবি আজ টুইটারে পোস্ট করেছে এএসআইসিএস অস্ট্রেলিয়া। জার্সিটিতে প্রাধান্য পেয়েছে বরাবরের মতোই হলুদ রং। আর কলার, কাঁধ ও জার্সির পাশে পীতাভ সবুজ রঙের বর্ডার দেওয়া এবং ট্রাউজারের দুই পাশে পাতলা সবুজ রঙের স্ট্রাইপ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া দলের এবারের বিশ্বকাপ জার্সিটি ১৯৯৯ সালেরন বিশ্বকাপের জার্সির অনুকরণে তৈরি করা হয়েছে।সেবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। ২০ বছর পর আবারো প্রায় একই রকমের জার্সি পরিধান করবে অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা। মূলত ১৯৯৯ সালের ওই জার্সিটি নির্ধারণ করা হয়েছিল ভক্তদের পছন্দের ৭টি জার্সি থেকে।

Bootstrap Image Preview