Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ের বিপক্ষে কাজ করবেন ক্রেমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:০৮ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাফল্যের কথা বলতে গেছে উঠে আসবে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের নাম। তবে এই ক্রিকেটারদের একখ দেখা যাবে জিম্বাবুয়ের দলের প্রতিপক্ষ হিসেবে। 

২০১৯ বিশ্বকাপের কোয়ালিফাই এর ম্যাচে ডিএল মেথডে আরব আমিরাতের বিপক্ষে তিন রানে হেরে বিশ্বকাপ শেষ হয় আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশের এই দেশটির। যার ফলে বোর্ডের তরফ থেকে কেড়ে নেওয়া হয় তার অধিনায়কত্বের পদটি। 

পরে বোর্ডের সাথে অর্থনৈতিকভাবে বনিবনা না হওয়ায় আর ফেরা হয়নি জিম্বাবুয়ের শততম টেস্টে সেঞ্চুরি করা এই লেগস্পিনিং অলরাউন্ডারের। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘোষণা দিয়েছিলেন কোচিং ক্যারিয়ারের।  

কোচিং ক্যারিয়ারের শুরুটা করেছেন সেই আরব আমিরাতের হয়ে। কোচিং পেশায় মনোনিবেশ করেছেন ক্রেমার, সাবেক ইংলিশ পেসার ডগি ব্রাউনের সহকারী হিসেবে আরব আমিরাত দলে যোগ দিয়েছেন। সহকারী কোচ ছাড়াও পরামর্শক হিসেবে থাকছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক।

কোচিং ক্যারিয়ারের প্রথম চ্যালেঞ্জটা তারই সদ্য সাবেক দল জিম্বাবুয়ে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী আরব আমিরাতের মধ্যকার চার ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজে আরর আমিরাত শিবিরে জিম্বাবুয়ের বিপক্ষে পরিকল্পনা সাজাতেই দেখা যাবে ৩২ বছর বয়সী সাবেক ক্রিকেটার ক্রেমারকে।

Bootstrap Image Preview