Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিক-মাহমুদুল্লাহদের ইনজুরির আপডেট দিলেন বিসিবি চিকিৎসক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


চলতি বছর ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যেন ইনজুরির মিছিল। ছোট-বড় ইনজুরিতে ভুগছেন দলের অপরিহার্য সদস্য মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্তত পাঁচ ক্রিকেটার। তবে বিসিবি চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বিশ্বকাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী।

নিউজিল্যান্ড সফরের আগে ও পরে থেকে বেশ কয়েকজন ক্রিকেটার ভুগছেন ইনজুরিতে। সফরের আগে পায়ের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে যান তাসকিন আহম্মেদ। এরপর আসরের মাঝখানে ইনজুরিতে পড়েন মিঠুন ও ‍মুশফিক। এছাড়া প্রিমিয়ার লিগে পায়ের ইনজুরিতে পরের রুবেল হোসেন।

দেশে ফেরার পর চলতি মাসের প্রথম সপ্তাহে মাহমুদুল্লার ইনজুরির বিষয়টি সামনে আসে। এছাড়া শনিবার হাতের আঙলে বলের আঘাত লাগায় বিশ্রামে গেছেন মিরাজ। তবে সকলের ইনজুরি নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরি।

সোমবার সংবাদ মাধ্যমকে ক্রিকেটারদের ইনজুরি নিয়ে বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ শোল্ডার ইনজুরিতে ভুগছে। গত কয়েক দিন ধরে ও এক্সারসাইজ শুরু করেছে। কিছুটা ব্যাটিং প্রাকটিসও করছে। আপাতত এই সপ্তাহটা ওকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যেই রেখেছি। রুবেলের ইনজুরি আছে। ওর সাইট স্টেনিং আছে। আমরা এমআরআই করেছি। সামান্য সাইট স্টেনিং আছে।

এদিকে মুশফিকুর রহিমের ইনজুরির নিয়ে তিনি জানান, মুশফিকের রিট ট্রমার এখনো কিছুটা কনসার্ন রয়েছে গেছে। ওকে দুই এক দিনের মধ্যে একটা স্ক্যান করবো দেখার জন্য।

এদিকে অনুশীলেন নিজের হারানো ছন্দ ফিরে পাচ্ছেন তাসকিন আহম্মেদ। সোমবার অনুশীলন শেষ সাংবাদিকদের তিনি বলেন, ত্রিশ মিনিটের বোলিং অনুশীলনে সাচ্ছন্দ্যে ছিলেন পুরোটা সময়। বোলিং শেষে ‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত এ পেসার বলেন,‘দিনদিন উন্নতি হচ্ছে মাশাআল্লাহ। আজ ফুল রানআপে বোলিং করেছি। আল্লাহর রহমতে সমস্যা হয়নি। সব মিলিয়ে এটা ভালো লাগছে যে এতদিন পর ফুল রানআপে বোলিং করলাম। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ দ্রুত ফিরতে পারব। লিগে খেলার পরিকল্পনা আছে সামনে।’

ড. দেবাশিষ বলেন, যেই গতিতে ওদের উন্নতি হচ্ছে তাতে আশাকরি আগামী ২২ তারিখে ক্যাম্প আছে সেখানে ওরা পুরোপুরি ইনজুরিমুক্তভাবে অংশগ্রহণ করতে পারবে।

Bootstrap Image Preview