Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের উঠল অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধবল কুলকার্নির বলে বোল্ড হতে হতে বেঁচে গিয়েছেন ক্রিস লিন। ধবলের ইনসুইং লিনের ব্যাটে লেগে স্টাম্প ছুঁয়ে গেলেও বেল পড়েনি। স্টাম্পে বল লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। লিন আউট তো হলেনই না, উল্টে চার রান পেলেন। যা নিয়ে ম্যাচের শেষে লিনের মন্তব্য, ‘‘ রবিবার রাতে ক্যাসিনো থেকে ঘুরে আসা উচিত ছিল।’’

লিনের কাছে বিষয়টি মজার হলেও, অজিঙ্ক রাহানে এই চারটি রান মেনে নিতে পারেননি। তাঁর মতে, স্টাম্পে বল লেগে বেল না পড়লে আম্পায়ারের উচিত বলটি ‘ডেড’ ঘোষণা করা। রবিবার ম্যাচ শেষে রাহানে বলেছেন, ‘‘নিয়মে যা আছে, তা তো মানতেই হবে। কিন্তু চার রান দেওয়াটা মেনে নেওয়া যায় না। আম্পায়ারকে গিয়ে আমি অনুরোধ করেছিলাম, আউট দিতে হবে না কিন্তু বল ডেড ঘোষণা করা হোক।’’

তিনি আরও বলেন, ‘‘এমনিতেই টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানেরা বেশি সুবিধা পায়। তাই এ ধরনের পরিস্থিতিতে ডেড বল ঘোষণা করাই যেত। আম্পায়ারকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম।’’

উল্লেখ্য, এর আগেও চেন্নাই সুপার কিংস-‌কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করে চেন্নাই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি বল উইকেটে মারেন। তখন পাঞ্জাবের ব্যাটসম্যান লোকেশ রাহুল ক্রিজে পৌঁছতে পারেননি। পরিষ্কার রান আউট। কিন্তু না, উইকেটে বল লাগার সঙ্গে সঙ্গে বেলে লাল আলো জ্বললেও সেই বেল উইকেট থেকে পড়েনি। ফলে রাহুল বেঁচে যান।

Bootstrap Image Preview